চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

শিক্ষার সর্বস্তরে চালু হবে সমন্বিত ভর্তি ব্যবস্থা: নওফেল

১২ মে, ২০১৯ | ৭:৪৫ অপরাহ্ণ

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার সর্বস্তরে সমন্বিত ভর্তি কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে রবিবার (১২ মে) দুপুরে অনলাইনে ও এসএমএস’র মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপমন্ত্রী বলেন, ‘একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের মতোই বিশ্ববিদ্যালয়ে সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালু করা হবে। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকদের নির্মম কষ্ট ও ভোগান্তি লাঘব হবে। পাশাপাশি সমন্বিত ভর্তি কার্যক্রম বাস্তবায়ন হলে এই প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে।’ তিনি আরো বলেন, ‘শিক্ষার সর্বস্তরে সমন্বিত ভর্তি কার্যক্রম চালু করতে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতারিত হবে না, এটা রাজনৈতিক অঙ্গীকার। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা না হলে সরকারের অঙ্গীকার রক্ষা হবে না। তাই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।’
একাদশের ভর্তি প্রসঙ্গে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘নির্ধারিত ভর্তি ফি ছাড়া অতিরিক্ত ফি নেওয়া যাবে না। বিগত সময়ে যারা অতিরিক্ত ভর্তি ফি দিয়েছিল, তাদের ফেরত দেওয়া হয়েছে। এবারও কঠোর নজরদারি করা হবে।’
অনলাইনে ভর্তির ক্ষেত্রে যারা প্রতারণার আশ্রয় নেবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান নওফেল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট