চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

নববর্ষে প্রত্যাশা

৩ জানুয়ারি, ২০২০ | ৩:২৮ পূর্বাহ্ণ

প্রত্যেক জাতির নববর্ষ আছে। পুরাতন বছরের শত গ্লানি মুছে দিয়ে গতানুতিক জীবন ধারায় নববর্ষ নিয়ে আসে নতুন সুর, নতুন প্রেরণা। নববর্ষ জীবনকে এক নতুন চেতনায় উদ্দীপ্ত করে। তাই প্রত্যেকে চান, পুরাতন বছরের সমস্ত জঞ্জালকে বিসর্জন দিয়ে নতুন উদ্দীপনায় নতুন আশা নিয়ে নতুন বছরকে গ্রহণ করে প্রত্যাশানুযায়ী নতুন বছরের জীবনের ডায়েরিটা যাতে সুন্দর করে সাজানো যায়। সে প্রত্যাশায় বিদায়ী বছরে কী পেয়েছেন বা কী পাননি সে হিসেবটা নির্ভুলভাবে করে কীভাবে নতুন বছরে বিগত বছরের না পাওয়াটা অর্জন করা যায়, তা নিয়ে মশগুল থাকে।

সারাবিশ্বে ইংরেজি নববর্ষ উদ্যাপন করা হবে। ইংরেজি নববর্ষ এখন আর পাশ্চাত্য সমাজের মধ্যে সীমাবদ্ধ নেই। পাশ্চাত্যের সীমানা পাড়ি দিয়ে এখন এ উৎসব সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আমাদের তরুণ সমাজ কেক কেটে, বিভিন্ন রকম বেলুন উড়িয়ে উক্ত দিনটি পালন করে থাকেন। তবে এমন আনন্দের মধ্যেও অনেক সময় নিরানন্দকে উপভোগ করতে হয়। অনেকে দিনটিকে ভিন্ন ধাচে উপভোগ করতে গিয়ে অপমানজনক কাজও করে থাকে। বিশ্বায়নের এ যুগে দেশীয় সংস্কৃতির পাশাপাশি ভিন্ন সংস্কৃতিও গ্রহণ করা প্রয়োজন হয়ে পড়েছে। আর প্রযুক্তি আমাদের সে সুযোগও করে দিয়েছে। এ প্রযুক্তিকে ব্যবহার করে ইচ্ছে করলে আমাদের তরুণ সমাজ যে কোনো দেশের সংস্কৃতি, মানুষের দৃষ্টিভঙ্গি, আচরণ, চিন্তাচেতনা, মূল্যবোধ এক কথায় সমগ্র জীবনাচার সম্পর্কে জানতে পারেন। যা দেশীয় সংস্কৃতির ভা-ারকেও সমৃদ্ধশালী করবে। সুতরাং নেতিবাচক সবকিছু বাদ দিয়ে তরুণ সমাজ ইতিবাচকতার সাথে নতুন বছরকে স্বাগত জানাবেন এমন আশা কাম্য হবে আমাদের।

গোপাল নাথ বাবুল
দোহাজারী, চট্টগ্রাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট