চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকারে শুরু হোক নতুন বছর

জুবায়ের আহমেদ

১ জানুয়ারি, ২০২০ | ৫:২৭ পূর্বাহ্ণ

গেল বছরের হতাশা, গ্লানি, ব্যর্থতা মুছে যাক, আনন্দঘন ও সফলতার সময়গুলো আবারো ফিরে আসুক নতুন বছরে, প্রাণচঞ্চল হোক প্রতিটি মানুষের জীবন, ভ্রাতৃত্ববোধ বজায় থাকুক সকলের মানুষের মধ্যে, যে যার অবস্থানে ভালো থাকুক, প্রতিটি সমাজ ও দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, মানুষে মানুষে বেদাভেদ বন্ধ হোক, হানাহানি, মারামারি, ক্ষমতার দম্ভ চূর্ণ হোক, সর্বোপরি সবকিছু কল্যাণকর হোক। গতকাল ছিল ২০১৯ সালের শেষ দিন। গেল বছরে দেশে ছিলো বহু আলোচিত ঘটনা, যার অধিকাংশগুলোই ছিলো হতাশার, বেদনার। রোহিঙ্গারা নিজ দেশে প্রত্যাবর্তনে ব্যর্থ হওয়া এবং উল্টো স্থানীয়দের উপর প্রভাব বিস্তারসহ আইনশৃঙ্খলাবাহিনীর উপর আঘাত করাসহ রোহিঙ্গাদের বর্বরোচিত কর্মকান্ডও বৃদ্ধি পেয়েছে বছরের শেষের দিকে। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যাকান্ড, ফেনির নুসরাত জাহান রাফিকে আগুণে পুড়িয়ে হত্যা এবং দ্রুততম সময়ে বিচার সম্পন্ন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা, বিভিন্ন মার্কেট ও বস্তিসহ সারাদেশে অগ্নিকা-, খুলনার জিআরপি থানায় গৃহবধু ধর্ষণ, ক্যাসিনোকা-, পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লবনের দাম বৃদ্ধির গুজব, ব্রাহ্মণবাড়ীয়ায় রেলদুর্ঘটনা, গুজবের ফলে একাধিক নির্দোষ ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা, ২৮ বছরের বেশি সময় পর ডাকসুর নির্বাচন, বিশ্বকাপে সাকিবের অসাধারণ নৈপুণ্য, ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি, ফিক্সিং প্রস্তাব আইসিসিকে না জানিয়ে সাকিবের নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া, একাধিক সড়কদুর্ঘটনা, সড়ক আইন নিয়ে পরিবহনশ্রমিকদের ধর্মঘট, ভারতের নাগরিকত্ব আইন নিয়ে আন্দোলন, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নসহ সরকারের নানা উন্নয়নমুখী কর্মকান্ড আলোর মুখ দেখা, রাজনৈতিক অঙ্গনে রাজনীতিবিদদের সফলতা ও ব্যর্থতাসহ আরো বহু আলোচিত ঘটনা ঘটেছিল গত বছর, যার মধ্যে আনন্দঘন ও সফলতার চেয়ে দেশজুড়ে হতাশার কালো ছায়া পড়েছিল।
রাজনৈতিকভাবে বছরজুড়ে উত্তপ্ত ছিলো দেশ। নির্বাচন নিয়ে নানা অভিযোগ ও আন্দোলনের ফলে রাজনৈতিক অঙ্গনে শোরগোল থাকা ছাড়াও দেশজুড়ে নানা ঘটনা ছিলো, যার পুনরাবৃত্তি দেখতে চায় না কেউ। বিশেষ করে গুজবের বলী হয়ে বহু প্রাণ নিঃশেষ হওয়া, পেঁয়াজের মূল্য বৃদ্ধি, নুসরাত জাহান রাফি হত্যাকা-, আবরার ফাহাদ হত্যাকা-, রিফাত শরীফ হত্যাকা-, থানায় গৃহবধু ধর্ষণসহ এমন বর্বোরোচিত বহু ঘটনা যেনো নতুন বছরে না ঘটে। বিদায়ী বছরে ক্রীড়াঙ্গনের আলোচিত ঘটনা ছিলো অবসরের আগেই মাশরাফি বিন মোর্তুজার রাজনীতিতে প্রবেশ ও সংসদ সদস্য নির্বাচিত হওয়া, ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি, ক্রিকেটারদের নানা দাবীতে আন্দোলন, ক্যাসিনো কান্ড ও দুর্নীতির অভিযোগে বিসিবির পরিচালকের জেলে যাওয়া, অন্য পরিচালককেও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া, সাকিবের নিষেধাজ্ঞা, ফুটবলে লড়াই করা, এসএ গেমসে ফুটবল দলের ব্যর্থতা, এসবের পুনরাবৃত্তি দেখতে চায় না ক্রীড়াপ্রেমী মানুষজন। নতুন বছরে ক্রীড়াঙ্গন শতভাগ দুর্নীতিমুক্ত থাকবে এবং বিশেষ করে ক্রিকেট ও ফুটবলসহ সকল খেলাধূলায় সফলতা আসবে, সে আশা সকলের। বিশেষ করে হত্যাকা- ও ধর্ষণ বন্ধ করা, রোহিঙ্গাদের নিজ দেশে প্রেরণ করা, গুজবের চির বিদায় করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের স্বাভাবিক দাম বজায় রাখা, শিক্ষাঙ্গনকে অশুভ রাজনৈতিক ছায়া থেকে মুক্ত রাখা, ক্ষমতার অপব্যবহার করে দেশ ও দশের জন্য ক্ষতিকর কার্যসমূহ থেকে সকলে বিরত থাকা এবং বিরত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, দেশের অর্থপাচার রোধ করা, প্রবাসীদের জন্য কল্যাণকর পদক্ষেপ নেওয়া, ঋণখেলাপীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে বকেয়া ঋণ আদায়ের চেষ্টা করা, রাজনীতি ও ক্ষমতাকে জনকল্যাণমুখী করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা, দেশের নাগরিকরা যেনো কোন প্রতিবন্ধকতা ছাড়াই নিরাপদে চলাচল ও বসবাস করতে পারে তা নিশ্চিত করাসহ জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করে বিগত দিনের হতাশাকে পেছনে ফেলে ২০২০ সালকে বাংলাদেশের ইতিহাসে একটি সাফল্যমন্ডিত ও স্মরণীয় বছর হিসেবে স্মৃতির পাতায় রাখার জন্য সরকারসহ সকল নাগরিক নিজ নিজ জায়গা থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, সে প্রত্যাশা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট