চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাবলিক বাসের ভেতরে লেখা হোক বাসের নাম্বার

৩০ ডিসেম্বর, ২০১৯ | ৩:০২ পূর্বাহ্ণ

আজকাল পত্রিকার পাতায় চোখ বুলালেই চোখে পড়ে রোমহষর্ক অনেক খবরাখবর। নারীদের বিভিন্ন উপায়ে হয়রানি তো এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। মোটকথা সর্বত্রই ঘটে নিপীড়নমূলক কর্মকা-। অনেক নারী লোকলজ্জা বা সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে কিছু প্রকাশ করে না। নারীও মানুষ এবং মানুষ হিসেবে সমাজ ও দেশের কল্যাণে এগিয়ে আসার আহ্বানে সাড়া দিয়ে নারীরা এগিয়ে এসেছে অনেক দূর। এজন্য পুরুষের সাথে তাল মিলিয়ে জীবনকে যাপন করার প্রচেষ্টায় নারীদের ছুটতে হয় অবিরত।

আজকাল লোকাল বাসের ভেতর নারী নিপীড়ন বাড়ছে আশঙ্কাজনকভাবে। শুধু লোকাল বাসেই নয়, দূরপাল্লার বাসেও ঘটছে ধর্ষণসহ হয়রানিমূলক অনেক ঘটনা, যা নারীদের মনে ভীতি সৃষ্টি করছে দিনের পর দিন। এই সামাজিক অবক্ষয় একদিনে থামিয়ে দেয়া ভাবনার অতীত। তবে বহুমাত্রিক কার্যকরী পদক্ষেপই পারে এগুলো রুখতে। তন্মধ্যে উল্লেখযোগ্য একটা পদক্ষেপ হতে পারে সকল পাবলিক বাসের ভেতর সেই বাসের নাম্বার লেখা থাকা। কারণ তাড়াহুড়ো করে বাসে উঠার কারণে বাসের নাম্বার অথবা নামটাও জানা থাকে না অনেক সময় যা পরবর্তীতে অসদাচরণমূলক কিছু হলে ভিক্টিমের সেবা পেতে বিলম্ব হয় এমনকি পায়ও না অনেকে। আর যদি বাসের ভেতর নাম্বার লেখা থাকে তখন কোনো নারী বাসে যৌন হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে সেসময় পুলিশকে জানাতে পারবে এবং পুলিশের পক্ষ থেকে সার্বিক সেবা প্রদানের ক্ষেত্রেও এটা সহযোগিতামূলক হবে। তাই পাবলিক বাসে নারীদের একটা স্বস্তিমূলক পরিবেশ প্রদানে এই ব্যবস্থা করা এখন সময়ের দাবি। নিপীড়নের মুখে একজন নারীকে দ্রুত আইনগত সহায়তা পেতে যথেষ্ট সাহায্য করবে।

মিতা কলমদার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট