চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

আসুন, মহৎ কিছু সৃষ্টি করি

২৫ অক্টোবর, ২০১৯ | ১২:২৪ পূর্বাহ্ণ

মহৎ কিছু সৃষ্টি করা, সুন্দর কিছুর সাথে সংযুক্ত হওয়ার মধ্যে আনন্দ আছে। অতীত থেকে দেখলে যেটা আমাদের সামনে চলে আসে সেটি হচ্ছে কোনো কিছুর অর্জন একদিনে সম্ভব হয়নি। বহু বছরের সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে কিছু অর্জন করা যায়। মানুষের জন্য যখন কিছু করতে যাবেন বিরোধী শক্তিও তখন জাগ্রত হয়ে যায়। তারা বাধার সৃষ্টি করে। এই বিরোধী শক্তির প্রভাবে কেউ নিস্তেজ হয়ে যায়। আবার কেউ সকল বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যান। যারা বাধা অতিক্রম করে সামনের দিকে যেতে পেরেছেন তারা সফল হতে পেরেছেন। আরো একটু গভীরে গেলে দেখা যায় শুভ আর অশুভ শক্তির সংঘাত অনেক আগে থেকেই চলে আসছে। শুভ শক্তির মানুষগুলো বারবার পরাজিত হয়েছে। বঞ্চিত হয়েছে তাদের অধিকার থেকে। বারবার শোষিত হয়েছে। জায়গা জমি হারিয়ে অনেকে পথের ভিখারি হয়েছে। অশুভ চিন্তা চেতনার মানুষগুলো সুযোগ-সুবিধা পেলেও তারা যে বেশ সুখে থাকে এ রকম চিন্তা করা আমাদের উচিত হবে না। হয়তো বাহুবলে অথবা অর্থের বলে তাদেরকে সম্মান জানাতে হয়, তাদের কাছে মাথা নত করে থাকতে হয়। একটা সময় আসে যখন প্রকৃতি তাদের বিচার করে। যদি কোনো অশুভ মানসিকতা নিয়ে কারো অধিকার বঞ্চিত করে তাহলে আমার মনে হয় এর ভবিষ্যৎ শুভ নয়। শুভ ও সুন্দর মানসিকতার চর্চার মাধ্যমে একটা সময় অশুভ শক্তি পরাজিত হবে। কিন্তু আমাদের কাজ চালিয়ে যেতে হবে যাতে সমাজ ও রাষ্ট্রের জন্য মহৎ কিছু করে যেতে পারি।

রূপম চক্রবর্ত্তী
পূর্ব নলুয়া, সাতকানিয়া, চট্টগ্রাম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট