চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

শুদ্ধি অভিযানে শুদ্ধ হোক বাংলাদেশ

২৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫২ পূর্বাহ্ণ

প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। ক্ষুধা-দারিদ্র্য বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিনিয়ত মোকাবেলা করতে হয়। এর সাথে মানুষের সৃষ্ট বিভিন্ন কর্মকা- উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। অনেক অসাধু মানুষ নিজেদের আখের গোছানোর জন্য বিভিন্ন অপরাধমূলক কাজ করছে। এর প্রভাব পড়ছে আমাদের সমাজ তথা রাষ্ট্রের ওপর। যুবসমাজ প্রতিনিয়ত ধ্বংসের মুখে দিকে পা বাড়াচ্ছে। বিভিন্ন ক্রিকেট ফুটবল ক্লাবের নাম দিয়ে ক্যাসিনো করে জুয়ার আসর বসানো হচ্ছে। মাদকের ছড়াছড়ি চারিদিকে। এদেরকে প্রশ্রয় দিচ্ছে ক্ষমতাশীল মানুষ যারা টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে।
সম্প্রতি সময় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এই অভিযান সারা দেশে ছড়িয়ে পড়–ক। যেসব অন্যায় অবিচার হচ্ছে যারা করছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। সমাজের দৃষ্টান্ত স্থাপন করা হোক যে আপনি যত বড় ক্ষমতাশীল হোন না কেন অন্যায় করে পার পাবেন না। অনেক সন্ত্রাসী চাঁদাবাজ আছে যারা কতিপয় রাজনীতিবিদদের প্রশ্রয় পেয়ে বেপরোয়া হয়ে ওঠে। তাদের কারণে অনেক অন্যায় করেও পার পেয়ে যায়। তাই রাজনীতিবিদদের সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে জাতি সাধুবাদ জানায়। তিনি উদ্যোগ নিয়েছেন শুদ্ধি অভিযানের। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এভাবে সাঁড়াশি অভিযানের মাধ্যমে শুদ্ধ হোক প্রিয় মাতৃভূমি। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বসবাসযোগ্য মাতৃভূমি আমরা দেখতে চাই।

আলী ফজল মোহাম্মদ কাওছার
চাকুরীজীবী, সিলেট ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট