চট্টগ্রাম রবিবার, ০৫ মে, ২০২৪

সর্বশেষ:

মাছের প্রাচুর্যে ভরে উঠুক দেশ

২৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫২ পূর্বাহ্ণ

মাছে ভাতে বাঙালি, ঐতিহ্য এখন আর নেই। গ্রাম-গঞ্জে শহরে বন্দরে সবখানে মাছের অভাব। বাজারে মাছ দেখা যায় না। বাজারে মাছের আকালহেতু বহু জাতের মাছের পরিচিতি নতুন প্রজন্মের জানা নেই। বাংলাদেশ টেলিভিশন থেকে মাটি ও মানুষ অনুষ্ঠানে জনগণের মাছ চাষে উৎসাহ প্রদানে প্রায় সময় প্রতিবেদন প্রচার করা হচ্ছে। এতে জনগণ সাড়া দিলে সারাদেশের পুকুর, দিঘি, ডোবায়, খাল বিলে মাছে কিলবিল করার কথা। কিন্তু বাস্তবে মাছের আকাল দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কারেন্ট জালের ব্যবহার ও বিক্রি আইনগতভাবে নিষিদ্ধ হলেও দেশের কোথাও কোথাও কারেন্ট জারের বিক্রি ও ব্যবহারের খবর পত্র-পত্রিকায় খবরে জানা যায়। ছোট নলা মাছ ধরা ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও বাজারে ছোট নলা মাছ বিক্রি করতে দেখা যায়। সরকারের পাশাপাশি বেসরকারি এবং প্রতি পুকুর, দিঘি মালিকগণের মাছে চাষে উদ্যোগ গ্রহণ করা অপরিহার্য। মাছ যাতে রোগগ্রস্ত না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে মৎস্য মন্ত্রণালয়ের কার্যকরী ভূমিকা অগ্রগণ্য। বর্তমান মাছ চাষ অতি লাভজনক। এদিকে সকলের চিন্তা চেতনায় স্থান পাওয়া দরকার। আমরা চাই মাছে ভাতে বাঙালি কথাটি বাস্তবে পুনঃআত্মপ্রকাশ করুক। বাংলাদেশের মাছের প্রাচুর্যে ভরে উঠুক।

অজিত দাশগুপ্ত
চট্টগ্রাম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট