চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

১৩ হাজার টাকা জরিমানা বায়েজিদের মোহাম্মদীয়া বাজারে অভিযান

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম গতকাল সোমবার বায়েজিদ এলাকায় একটি বাজারে অভিযান চালিয়ে মাংসের দাম বাড়তি ও কাঁচা সবজি দোকানে মূল্য তালিকা না থাকায় ১৩ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ম্যাজিস্ট্রেট আলী হাসান জানান, বায়েজিদ এলাকার মোহাম্মদীয়া বাজারে অভিযান চালানো হয়। বাজাওে ভোগ্যপণ্যের দোকানে মূল্য তালিকা প্রদর্শন, দাম স্থিতিশীল রয়েছে। কিন্তু, কাঁচা বাজারে সবজি দোকানে মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৬ দোকানদারকে ৭ হাজার জরিমানা করা হয়। একই সঙ্গে মাংসের দোকানে সরকার নির্ধারিত মূল্য ৫২৫ টাকার পরিবর্তে ৫৫০ টাকা দরে বিক্রি করায় তিন দোকানদারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, মূল্য তালিকা প্রদর্শন, সরকারি বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি ও ভেজাল পণ্যবিরোধী অভিযান অব্যাহত থাকবে। পরে বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে বিক্রেতাদের সচেতন করার অনুরোধ করা হয়েছে। অভিযানে নগর পুলিশ, বিএসটিআই ও ক্যাব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট