চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চাঁদাবাজির মামলা ভুজপুর আ.লীগ নেতা মান্নান শ্রীঘরে

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

১৯ অক্টোবর, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির ভুজপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মান্নান (৪৮)কে জেল হাজতে পাঠিয়েছে আদালত। পশ্চিম ভুজপুর পল্লান বাড়ীর জনৈক শামসুল আলমের ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালক মো. বাহাদুরের দায়ের করা মামলায় তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয় বলে জানা গেছে।

আদালত মামলাটি আমলে নিয়ে ভুজপুর থানাকে মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দেয়। ভুজপুর থানা পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে। অতপর গত বৃহস্পতিবার উক্ত মামলায় আসামি মো. মান্নান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক জয়ন্তী রানী রায়ের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় বলে জানাগেছে।

এ ব্যাপারে ভুজপুর ইউপি আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম তালুকদারের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং তাকে ইতোপূর্বে এসব না করতে একাধিকবার সতর্ক করা হয়েছিল বলে মন্তব্য করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট