চট্টগ্রাম বুধবার, ০৯ জুলাই, ২০২৫

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে ৩ দালালকে আটকের পর সাজা দিল আদালত
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে ৩ দালালকে আটকের পর সাজা দিল আদালত

অনলাইন ডেস্ক

২৫ জুন, ২০২৫ | ৯:৪৩ অপরাহ্ণ

হাটহাজারী এলাকার বিআরটিএ নতুনপাড়া কার্যালয়ে ৩ জন দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ জুন) নতুনপাড়া কার্যালয়ে বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তাদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত-১১ এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন-  চট্টগ্রামের রাউজান উপজেলার মৃত ননী গোপাল দাসের ছেলে বাপ্পী দাসকে (৩৫) ৭ দিন,
কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার মৃত আব্দুল জলিলের ছেলে মো. তাহেরকে (৪০) ৭ দিন এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মৃত আলী আজগরের ছেলে মো. সাইফুল্লাহ্কে (৪২) ৩ দিন ।

 

এছাড়া  ভ্রাম্যমাণ আদালত-১১ কর্তৃক নগরীর অক্সিজেন মোড়ে অভিযানে নানা অপরাধে ৪টি মোটরযানকে বিভিন্ন মামলায় সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয় ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট