চট্টগ্রামের পটিয়া থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামি মো. আরিফকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার আরিফ পটিয়া হুলাইন এলাকার আহম্মেদ ছফার ছেলে। তিনি পটিয়া থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামি।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর পাঁচলাইশ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ