চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে আরও ১২ জনের করোনা শনাক্ত
প্রতীকী

চট্টগ্রামে আরও ১২ জনের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

২৪ জুন, ২০২৫ | ৯:৫১ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০ জন।

 

মঙ্গলবার (২৪ জুন) সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে ৩ জন, শেভরণে ল্যাবে ৬ জন, মেট্রোপলিটন হাসপাতালে ২ জন এবং  পার্কভিউ হাসপাতালে একজনের করোনা শনাক্ত হয়।

 

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫১ জনের। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ১০ জন এবং বিভিন্ন উপজেলার ২ জন। 
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট