বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ নাসির উদ্দিন (৬৭) গতকাল সোমবার বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই ভাই, তিন বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। পতেঙ্গা বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবস্থিত বিএএফ শাহীন কলেজে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘসময় তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। সেখান থেকে অবসরের পর সীতাকুণ্ডের কুমিরা আইআইইউসি কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
আজ সোমবার রাত ৯টায় ঢাকার শ্যামলীতে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিতি হয়। কাল (মঙ্গলবার) সকাল ১১টায় পটিয়ার মনসা গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। প্রবীণ শিক্ষাবিদ নাসির উদ্দিনের ইন্তেকালে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ