চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

পাচারকারীদের বিদেশে থাকা সম্পদ ৬ মাসের মধ্যে জব্দ করা হবে : গভর্নর

অনলাইন ডেস্ক

১১ এপ্রিল, ২০২৫ | ৮:১৪ অপরাহ্ণ

বিদেশে থাকা পাচারকারীদের সম্পদ আগামী ছয় মাসের মধ্যে জব্দ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর কোতোয়ালীতে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

 

ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে, আগামী ছয় মাসের মধ্যে বেশ কয়েকটি দেশের সম্পদ জব্দ করা। জব্দ হওয়ার পরে আদালতে তোলাসহ বিভিন্ন কাজ করতে এক বছর সময় লেগে যাবে। এরপর আমরা সম্পদগুলো ফিরিয়ে আনতে পারব।’

 

তিনি বলেন, ‘চট্টগ্রামেরই একটি বড় শিল্পগ্রুপ অন্তত সোয়া এক লাখ বা দুলাখ কোটি টাকার মতো অর্থ পাচার করেছে, শুধু ব্যাংকিং খাত থেকে। সেরকম আরও বেশকিছু আছে। বেক্সিমকো পাচার করেছে ৫০ হাজার কোটি টাকার মতো। সব মিলিয়ে আড়াই থেকে তিন লাখ কোটি টাকা পাচার করেছে।’

 

‘এগুলো বড় গ্রুপ। ছোটগুলো আমি ধরছি না। অপরিশোধিত ঋণ আছে প্রায় পাঁচ লাখ কোটি টাকার মতো। সব পাচার হয়ে গেছে আবার তাও নয়। দেশের ভেতরেই আছে। সেগুলো উদ্ধার করতে হবে অন্যভাবে।’

 

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যেগ বাংলাদেশের জন্য নতুন। সিস্টেমেটিকলি এরকম প্রোগ্রাম আগে মুখোমুখি করা হয়নি। মুখোমুখি হলেও প্রচেষ্টা করা হয়নি। এ প্রথম আমরা করছি। এটার জন্য আমরা নিজেরাই শিখছি কীভাবে করতে পারি। এটা তো আর দেশের আইনে হবে না। বিদেশিদের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করতে হবে। তাদের আইনের সঙ্গে সংগতি রেখেই আমাকে কাজগুলো করতে হবে। এভাবেই পাচার করা অর্থ আনতে হবে।’

 

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের উপ পরিচালক জোবাইর হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন, পরিচালক সালাহ উদ্দীন, আরিফুজ্জামন, আশিকুর রহমান, স্বরুপ কুমার চৌধুরী ও ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক আনিসুর রহমান।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট