শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে চট্টগ্রামে শেষ বিদায় জানানো হল সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানকে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে নোমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মসজিদের সামনের মাঠটি কানায় কানায় ভরে ওঠে। মাঠ ছাপিয়ে পাশের সড়কও পরিপূর্ণ ছিল মানুষে। জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, জামায়াতের মহানগর আমির শাহজাহান চৌধুরী, বিএনপি উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, মাহবুবের রহমান শামীম, মীর মোহাম্মদ হেলাল, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, আবুল হাশেম বক্কর, মরহুমের ছেলে সাঈদ আল নোমান, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, আনজুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার আনোয়ার হোসেন প্রমুখ। জানাজা শেষে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়।
জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মৃতিচারণ করে বলেন, নোমান ভাই পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। তিনি ছাত্র রাজনীতি করেছেন, শ্রমিক রাজনীতি করেছেন। তারপর মূল দলে এসেছেন। তিনি অত্যন্ত বিনয়ী ও ভদ্র একজন মানুষ।
পূর্বকোণ/এএইচ