চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিদেশি শর্টগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার

অস্ত্রআইনে যুবলীগ নেতা টিনুর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কথিত যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। গতকাল সোমবার বিকেলে পাঁচলাইশ থানায় টিনুর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন।

এর আগে রবিবার রাত ১১টার দিকে টিনুকে নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকা থেকে আটক করে র‌্যাব। এরপর ওই এলাকায় তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে তল্লাশি চালিয়ে একটি অবৈধ বিদেশি শর্টগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নগরীর চকবাজার এলাকার কলেজ ও স্কুলের উঠতি কিশোর ও শিক্ষার্থীদের নিয়ে একাধিক সক্রিয় গ্রুপ রয়েছে টিনুর। নগরীর চকবাজার, বাকলিয়া, বহদ্দারহাট ও পাঁচলাইশ এলাকায় চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে টিনুর গ্রুপের বিরুদ্ধে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট