চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ইয়াবা মামলায় পিকআপ চালকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৪ | ৯:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার ইয়াবা মামলায় ইব্রাহিম খলিল (৩৯) নামে এক পিকআপ ভ্যান চালকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত পিকআপ চালকের সহকারী মো. হালিমকে বেকসুর খালাস দেন।

 

রবিবার (৩১ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

 

দণ্ডিত ইব্রাহিম খলিল কুমিল্লা জেলার বরুড়া থানার নৌয়াদ্দা এলাকার মো. মন্তাজ মিয়ার ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, নগরীর বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-মুরাদপুর সড়কের রৌফাবাদ এলাকায় ২০২০ সালের ২১ এপ্রিল রাতে র‌্যাবের চেকপোস্টে পিকআপটি তল্লাশির মুখে পড়ে। এ সময় পিকআপ ফেলে চালক ইব্রাহিম খলিল ও সহকারী হালিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে ইব্রাহিম খলিলকে আটক করে। এ সময় পিকআপের চালকের আসনের নিচে বিশেষ কায়দার রাখা ৯ হাজার ৮৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৭ এর তৎকালীন ডিএডি) মো. শহিদুল আলম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত ২০২১ সালের ৩০ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ আবু জাফর বলেন, ৮ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইয়াবা মামলার আসামি ইব্রাহিম খলিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ইব্রাহিম খলিল জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট