চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ফোর্বস নিবন্ধে আশরাফুল ইসলাম জোহান

‘একজন তরুণ, ফ্রিস্টাইলারদের প্রেরণা’

হুমায়ুন কবির কিরণ

২৬ জুন, ২০২৩ | ১২:৩১ অপরাহ্ণ

ফুটবল ফ্রিস্টাইলে অসামান্য সাফল্যের সূত্র ধরে আন্তর্জাতিক খ্যাতনামা ম্যাগাজিন ফোর্বস মরিশাস-এ জায়গা করে নিয়েছেন আশরাফুল ইসলাম জোহান। তাদের নিজস্ব ওয়েবসাইটের প্রচ্ছদে জোহানকে নিয়ে করা নিবন্ধটি প্রধান খবর-এ জায়গা করে নিয়েছে।

 

বিশ্বের বিভিন্ন দেশেই ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত হয়। সেখানে মূলত, ব্যবসা বাণিজ্যে বিশেষ অবদান কিংবা রাষ্ট্রনায়ক অথবা খেলাধুলায় বা অন্য যে কোন ক্ষেত্রে ‘বিশেষ’ কাউকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়। জোহান সেক্ষেত্রে ব্যতিক্রম। এই প্রথম ফোর্বস-এ ফ্রিস্টাইল ফুটবলার হিসাবে জায়গা পেলেন বাংলাদেশের আশরাফুল ইসলাম জোহান।

 

জোহান জানালেন, মূলত ভারতের ফোবর্সের প্রতিনিধির মাধ্যমেই কিছুদিন আগে মরিশাস ফোর্বসের প্রতিবেদক আমাকে ফোন করে বিস্তারিত জানতে চান এবং নিবন্ধটি প্রকাশ করেন। চারটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অধিকারী জোহানের সাফল্যকে নিয়ে ২৪ জুন একটি নিবন্ধ প্রকাশ করে ফোবর্স। তাতে উঠে আসে ফ্রিস্টাইলে (বল মাটিতে পড়তে না দিয়ে পা, মাথা বা শরীরের নানা অংশ দিয়ে সেটি নিয়ন্ত্রণ করে যাওয়া) নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া জোহানের অর্জন ও পরিশ্রমের কথা।

 

বলা হয়, যে কোন তরুণের জন্যই অনুপ্রেরণা হতে পারেন চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার এই তরুণ। ফুটবল ফ্রিস্টাইলে তার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জনে ৩০ জানুয়ারি ২০২১ তারিখে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল দৈনিক পূর্বকোণ। মো. শহীদুল ইসলামের সন্তান আশরাফুল ইসলাম জোহান সর্বপ্রথম ফ্রিস্টাইলে বিশ্বরেকর্ড গড়েন ২০১৮ সালে। ‘মোস্ট সাইড হেড কন্ট্রোল ট্রিকস’-এ ১ মিনিটে ১০৪ বার নিয়ন্ত্রণ করে ক্যারিয়ারের প্রথম রেকর্ডটি গড়েছিলেন আশরাফুল। এরপর ‘মোস্ট ফুটবল ক্রসওভার’-এ ১ মিনিটে ৪৬ বার নিয়ন্ত্রণের দক্ষতা দেখিয়ে পরের রেকর্ডটি গড়েন। ‘মোস্ট সাইড হেড কন্ট্রোল ট্রিকস’-এ ৩০ সেকেন্ডে ৬৬ বার নিয়ন্ত্রণের দক্ষতা দেখিয়ে ২০২০ সালের ১৮ জানুয়ারি আরেকটি রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০১৯ সালের ৫ নভেম্বর ‘নেক থ্রো এন্ড ব্যালেন্স’-এ ৩০ সেকেন্ডে ২৬ বার নিয়ন্ত্রণের দক্ষতা দেখিয়ে বিশ্বরেকর্ড গড়েন লাল-সবুজের গর্ব আশরাফুল।

 

এই সাফল্যই জোহানকে নিয়ে যায় ফোর্বস-এ। ম্যাগাজিনের প্রতিবেদক নিবন্ধে লেখেন, বাংলাদেশের চট্টগ্রামের তরুণ আশরাফুল ইসলাম জোহান ফ্রিস্টাইলারদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। ফুটবল ফ্রিস্টাইলিংয়ে জোহানের যাত্রা শুরু হয়েছিল মার্চ ২০১৬ সালে। ব্রাজিল তারকা রোনালদিনহোর ফুটবলের উপর নিয়ন্ত্রণ জোহানকে বরাবরই আকৃষ্ট করতো। সেখান থেকেই ফ্রিস্টাইল ফুটবলে তার আত্মপ্রকাশ।

 

নিবন্ধে উল্লেখ করা হয়, ফ্রিস্টাইল ফুটবলে জোহানকে নিয়ে এসেছিল কিশোর বয়সের একটি না পাওয়ার হতাশা। ১৪ বছর বয়সে ‘এয়ারটেল রাইজিং স্টার’ নামে প্রতিভা অন্বেষণ কর্মসুচিতে অংশগ্রহণ করেন। সেখানে নির্বাচিতরা ম্যানচেস্টার ইউনাইটেডের হোম গ্রাউন্ড ওল্ড ট্র্যাফোর্ডে যাওয়ার সুযোগ পেয়েছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত জোহানও চেয়েছিলেন তার অংশ হতে। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি জোহানের। বাজে এই অভিজ্ঞতাই তাকে ফ্রিস্টাইল ফুটবলে ‘রোনালদিনহো’ (বল-এর উপর নিয়ন্ত্রণ) হয়ে উঠার সংকল্পকে দৃঢ় করে।

 

নিবন্ধের লেখক আরও লিখেন, জোহান দিন রাত পরিশ্রম করে, কড়া রোদে নিয়মিত অনুশীলণ করে কঠিন কৌশলগুলো রপ্ত করেছেন। তার সেই অটল মনোভাব এবং পরিশ্রম থেকে সবারই শিক্ষা নেওয়া উচিত। জোহান দেখিয়ে দিয়েছেন, লক্ষ্যে অবিচল ও পরিশ্রমের মাধ্যমে অসাধ্য সাধন করা যায়। শুধু ফ্রিস্টাইলিংই নয়, জীবনের সব ক্ষেত্রেই যা প্রেরণার উৎস হিসেবে কাজ করে। জোহান গ্রাজুয়েশন শেষ করে বর্তমানে ফ্রিস্টাইল ফুটবলের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় স্পোর্টস কনটেন্ট নির্মাণে কাজ করছেন। জোহান জোর দিয়ে বলেন, ইচ্ছাশক্তিই আসল। মনোবল এবং কঠোর পরিশ্রম করার মানসিকতায় যে কোন স্বপ্ন পূরণ করা সম্ভব এবং তিনি স্বপ্ন দেখেন লাল-সবুজের পতাকাকে বিশ্ব দরবারে স্ব-মহিমায় তুলে ধরতে।

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট