২ ফেব্রুয়ারি, ২০২৩ | ২:১৯ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটিকে তিন হাজার পিস সোয়েটার হস্তান্তর করেছে এমবিএ ২য় ব্যাচ (চবি ২৫তম ব্যাচ)। বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির চকবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে প্রায় ১৮ লাখ টাকা অর্থমূল্যের ৩০০০ পিস সোয়েটার আয়োজক কমিটির নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে সোয়েটারগুলো গ্রহণ করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী।
মেম্বার সেক্রেটারি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতিকুর রহমান, রোসাঙ্গির বাচ্চু, অধ্যাপক আওরঙ্গজেবসহ অনান্য সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এমবিএ ২য় ব্যাচের পক্ষে উপস্থিত ছিলেন ফরহাদ আজাদ চৌধুরী, জাকির হোসেন মুকুল, পারভীন আক্তার, শওকত সাদেক, শফি মোহাম্মদ মাসুদুর রহমান স্বপন, উপমা বড়ুয়া, ইমরান আলী মুকুল, রিয়াজ হোসেন, আরশাদুল ইসলাম লাবু, ফারুক হোসেন, মামুন হোসেন, মোহাম্মদ শাকিল খান এবং পুলক পাল।
উল্লেখ্য, প্রদত্ত সোয়েটারগুলো বিভাগের প্রাক্তন ছাত্র সাইফুল হক ভুঁইয়ার মালিকানাধীন বিশ্বের অন্যতম পরিবেশবান্ধব লেড-ফ্রি পোষাক রপ্তানিকারী প্রতিষ্ঠান আমান গ্রাফিক্স এন্ড ডিজাইনসে উৎপাদিত। বিজ্ঞপ্তি
পূর্বকোণ/পিআর