চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রকল্প প্রস্তাবনা লেখা শীর্ষক কর্মশালা সিভাসু’তে

২১ আগস্ট, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) গতকাল মঙ্গলবার প্রকল্প প্রস্তাবনা লেখা শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)’র আসন্ন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন প্রকল্প ও অন্যান্য প্রকল্পসমূহের প্রস্তাবনা লেখার ওপর সিভাসু’র শিক্ষকদের জন্য বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে। সকাল নয়টায় সিভাসু অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. জান্নাতারা খাতুন। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মো: কবিরুল ইসলাম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ডা. মো. রায়হান ফারুক। দিনব্যাপী কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের আইকিউএসি’র প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মো. রেজাউল করিম।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট