চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কমছে তাপমাত্রা, বাড়বে শীত

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২২ | ১২:৩৭ অপরাহ্ণ

অগ্রহায়ণ মাসের শেষ হতেই চট্টগ্রামসহ সারাদেশে কমতে শুরু করেছে তাপমাত্রা। আগামী দু-দিনের মধ্যে আরো কমবে তাপমাত্রা। ধীরে ধীরে তাপমাত্রা কমে জেঁকে বসতে পারে শীত বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

 

দু-দিন পরই ঢুকছে পৌষ। ঢুকছে শীতের ঋতু। এটি শীতের প্রথম মাস। কাগজে কলমে শীত ঢুকার আগেই একদিনে চট্টগ্রামে এক ডিগ্রি কমেছে তাপমাত্রা। আবার শেষ রাতে অনুভূত হচ্ছে শীত। গায়ে জড়াতে হচ্ছে কম্বল। যদিও এখনো শহরে শীতের তেমন প্রভাব শুরু হয়নি। কিন্তু গ্রামাঞ্চলে ইতোমধ্যেই ঠাণ্ডা পড়তে শুরু করেছে।

 

আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী তিনদিনে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

 

চট্টগ্রামে বাতাসের দিক ও গতিবেগ : উত্তর/উত্তর-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১২-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

 

তাপমাত্রা : গতকাল চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস।

 

সূর্যাস্ত ও সূর্যোদয় : আজকে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৪ মিনিটে।

 

জোয়ার-ভাটা : কর্ণফুলী নদীতে প্রথম ভাটা শুরু হয় রাত ৪টা ৬ মিনিটে এবং প্রথম জোয়ার শুরু হবে আজ সকাল ১০টা ৪৬ মিনিট। দ্বিতীয় ভাটা শুরু হবে বিকেল ৪ টা ৩৫ মিনিটে এবং দ্বিতীয় জোয়ার শুরু হবে রাত ১০টা ৪৮ মিনিট।

পূর্বকোণ/আর

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট