চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

প্লাবিত হচ্ছে সন্দ্বীপের বিভিন্ন এলাকা

সন্দ্বীপ সংবাদদাতা

২৫ অক্টোবর, ২০২২ | ১:৪৫ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সন্দ্বীপ উপজেলার কয়েকটি এলাকায় পানি ঢুকেছে। সারিকাইত ইউনিয়নের বাংলাবাজার এবং সওদাগর হাট, মাইটভাঙ্গার চৌধুরী বাজার, হরিশপুর ইউনিয়নের নাজিরসেতু এবং মুছাপুর ইউনিয়নে বেড়িবাঁধ টপকে পাশ্ববর্তী বাড়িঘরে প্রায় ২ থেকে ৪ ফুট পানি উঠেছে। এসব এলাকার পুকুর ও রাস্তাঘাটে ডুবে গেছে। এলাকার বাসিন্দাদের রাতেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

মাইটভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা গৌরাঙ্গ চন্দ্র ঘোষ জানান, রাত সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধ উপচে পানি ঢোকা শুরু হয়েছে। রাত সাড়ে ১২টায় পানি প্রায় এক হাঁটু হয়ে গিয়েছে।

পূর্বকোণ/নরোত্তম/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট