চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের দায়িত্ব হস্তান্তর

২৩ জুলাই, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগর (২০১৯-২০২০) এর সেবাবর্ষের নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গত ১৯ জুলাই বিকালে নগরীর জামালখান সিনিয়রস ক্লাবে গং গ্যাবেল হ্যান্ডওভার/টেইকওভার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের ১ম পর্বে বিগত বছরের কার্যক্রম প্রতিবেদন, হিসাব নিকাশ ও গং গ্যাবেল হ্যান্ডওভার করেন ১ম পর্বের সভাপতি লায়ন সঞ্জীবন চন্দ্র সরকার। ২য় পর্বে ২০১৯-২০১০ সেবাবর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন প্রকৌশলী বিপ্লব দাশের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন প্রকৌশলী দীপংকর দাশের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা ১ম ভাইস গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য। তিনি এই সেবাবর্ষে সেবার কার্যক্রম বৃদ্ধি করে বিশেষ করে পারমেনেন্ট প্রজেক্ট, গ্রামে স্বাস্থ্য সেবা ক্যাম্প, চক্ষু ক্যাম্প, রিলিফ ক্যাম্প, সমাজ সচেতনমূলক কাজ করে ক্লাবের সুনাম অক্ষুন্ন রাখার উপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি ছিলেন আর.সি-১ লায়ন মো. আবু মোর্শেদ। আরো বক্তব্য রাখেন সিএলএফ সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, রিজিয়ন চেয়ারপারসন লায়ন অশেষ কুমার উকিল, সিআইপি লায়ন অঞ্জন শেখর দাশ, ক্লাব এডভাইজার লায়ন উত্তম কুমার দাশ, লায়ন প্রকৌশলী ঝুলন কুমার দাশ, লায়ন ডা. সুভাস সুত্রধর, লায়ন ডা. বাসনা মুহুরী, লায়ন ডা. মনতোষ ধর, ক্লাব ট্রেজারার লায়ন প্রকৌশলী প্রভাস সাহা, লায়ন প্রকৌশলী দিবাকর সেনগুপ্ত, লায়ন সুব্রত বিকাশ চৌধুরী, লায়ন পরেশ কুমার চৌধুরী, লায়ন পরিমল কান্তি দাশ, লায়ন রতন কুমার শীল, লায়ন সুজিত কুমার দত্ত, লায়ন অসীম বড়–য়া, লায়ন রাখাল চন্দ্র মুহুরী, লায়ন নানুপ্রিয় চৌধুরী, লায়ন লিটন দে, লায়ন বাবুল নন্দী, লায়ন সুবল চন্দ্র দাশ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট