চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

সর্বশেষ:

করোনার মধ্যেও চট্টগ্রামে জন্ম নিয়ন্ত্রণে আশানুরূপ সাফল্য

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২১ | ১২:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামে জন্ম নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে তিন বছর (২০১৯- ২০২২) মেয়াদি যে লক্ষ্য নির্ধারণ করেছিল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সেটি ৯৭ শতাংশ অর্জিত হয়েছে। অর্জনের এই ধারা অব্যাহত থাকলে নির্ধারিত মেয়াদ শেষে লক্ষ্য অর্জনের হার শতভাগেরও বেশি ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. উ খ্যে উইন। সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম জেলায় ২০১৯ সালে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেছেন ৭ লাখ ৭৭ হাজার ৬৪১ জন। ২০২০ সালে করোনা পরিস্থিতির মধ্যেও নারী-পুরুষের মধ্যে পদ্ধতি গ্রহণকারী ছিলেন ৭ লাখ ৯০ হাজার ৯৯৮ জন। চলতি ২০২১ সালের ২১ মে পর্যন্ত এ সংখ্যা দাাঁড়িয়েছে ৭ লাখ ৯৭ হাজার ২৪৮ জনে। এ ধারা চলতে থাকলে ২০২২ সালে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা নির্ধারিত লক্ষ্য ছাড়িয়ে যাবে। প্রাসঙ্গিক এক প্রশ্নের উত্তরে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক জানান, করোনাকালে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে কিছুটা ঢিলেঢালা ভাব পরিলক্ষিত হচ্ছে। এতে পরিকল্পিত গর্ভধারণের চেয়ে বাড়ছে অনিচ্ছাকৃত গর্ভধারণ। এটাকে নেতিবাচক বলতেই হবে। ডা. উ খ্যে উইন আরও বলেন, করোনা পরিস্থিতির মধ্যে এখন মাঠ পর্যায় ভালোভাবে কাজ করা যাচ্ছে না। কাজ করা গেলে আমরা লক্ষ্যের চেয়ে ভালো কাজ করতে পারতাম। জন্ম নিয়ন্ত্রণে সরকারিভাবে পিল ও দীর্ঘমেয়াদি পদ্ধতি সম্পূর্ণ ফ্রি দেয়া হচ্ছে। উপজেলাগুলোতেও সরকারিভাবে দেয়া হচ্ছে এসব সামগ্রী। এছাড়া সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট