চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

চট্টগ্রামে টিকা পেতে শিক্ষার্থীদের ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

৭ জুলাই, ২০২১ | ৬:০১ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্রে সার্ভার জটিলতার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশকিছু শিক্ষার্থী টিকা নিতে পারছেন না। মাত্র ৬১ জন শিক্ষার্থী টিকা নিতে পারলেও ভোগান্তিতে পড়েছেন টিকা গ্রহণ করতে আসা চবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী।

বুধবার (৭ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ টিকাদান কেন্দ্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন একাধিক শিক্ষার্থী।

টিকা নিতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু সার্ভার ডাউন থাকায় টিকা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কবে নাগাদ স্বাভাবিক হবে তা জানা নেই। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকার নেওয়ার অপেক্ষায় আছি।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা. সাজ্জাদ হোসাইন পূর্বকোণকে বলেন, আজকে সেন্ট্রাল সার্ভার জটিলতার কারণে আমার অনেকের টিকা কার্ড ভেরিফাই করেত পারিনি। সচরাচর আমরা প্রতিদিন ১৬০ জনের মতো টিকা দিয়ে থাকি। কিন্তু আজ আমরা শুধু ৬১ জনকে টিকা দিতে পেরেছি। সার্ভার সমস্যার বিষয়টি আমরা কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান বলেন, সোমবার (৫ জুলাই) আবাসিক শিক্ষার্থীদের একটি তালিকা চমেক টিকা কেন্দ্রে পাঠানো হয়। এরপরও সার্ভার জটিলতার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া আবাসিক শিক্ষার্থীদের টিকা রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতার বিষয়টিও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

এদিকে, আবাসিক অনেক শিক্ষার্থী গুগল ফর্ম পূরণ করার পরও সুরক্ষা এপস-এ রেজিস্ট্রেশন করতে পারছেন না কেন এমন বিষয়ে জানতে চাওয়া হলে প্রক্টর বলেন, সার্ভার জটিলতার কারণে এমন হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দুইদিন পর বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত দিবেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট