চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

দুশ্চিন্তা বাড়াচ্ছে চট্টগ্রামের ৪ উপজেলা

নিজস্ব প্রতিবেদক

৭ জুলাই, ২০২১ | ১২:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামে দিন দিন রেকর্ড ভাঙছে করোনার সংক্রমণ। আক্রান্ত ও মৃত্যু দুটোই এখন ঊর্ধ্বমুখীতে। ইতোমধ্যে গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬২ জন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছিল। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩৫ শতাংশের উপর। যা এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যা ও হার দুটোরই রেকর্ড ছাড়িয়েছে। এরমধ্যে নগরের চেয়ে শনাক্তের হার ও মৃত্যু দুটোই উপজেলা পর্যায়ে এগিয়ে রয়েছে। যারমধ্যে উত্তর চট্টগ্রামের চারটি উপজেলাতেই গেল কয়েকদিনের মধ্যে মৃত্যু ও আক্রান্ত দুটোই উর্ধ্বমুখী। যা ইতোমধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে খোদ স্বাস্থ্য বিভাগের। এদিকে, আক্রান্ত ছাড়াও গেল ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ৭ জনই উপজেলার বাসিন্দা। এরমধ্যে সীতাকু- উপজেলার দুইজন, বোয়ালখালীর ১ জন, রাউজানের ১ জন, লোহাগাড়ার ১ জন এবং সন্দ্বীপের ১ জন রয়েছেন। এ নিয়ে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৭৩১ জন। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত তথ্যে এসব জানা যায়। যাতে আগের ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করা হয়। তথ্য অনুসারে, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১১টি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রাম নগরী ও ১৪ উপজেলার ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৬৬২ জনের ফলাফল পজিটিভ আসে। এরমধ্যে নগরীর ১ হাজার ৫০৯ জনের নমুনায় ৪৪৯ জনের শরীরে সংক্রমণ পাওয়া যায়। সে হিসেবে নগরীর সংক্রমণ হার ছিল ২৩ দশমিক ৭৫ শতাংশ। আর ১৪ উপজেলার ৩৮১ জনের নমুনায় ২১৩ জন পজিটিভ রোগী পাওয়া যায়। উপজেলায় সংক্রমণ হার ৫৫ দশমিক ৯০ শতাংশ। উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশি রোগী পাওয়া যায় সীতাকু-ে। এ উপজেলায় রোগী শনাক্ত হয় ৪১ জন। এছাড়া মিরসরাইয়ে ৩৮ জন, ফটিকছড়িতে ৩২ জন এবং হাটহাজারী উপজেলায় ২১ জন রোগী পাওয়া যায়। এ চার উপজেলাতেই গেল কয়েকদিন আক্রান্ত ও মৃত্যু দুটোতেই উর্ধ্বমুখী প্রবণতা অবস্থান করছে। সবমিলিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী ৬১ হাজার ৫৮৯ জনে ছাড়িয়েছে। অন্যদিকে একই সময়ে আরও ১৪৯ জন রোগী সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে চট্টগ্রামে সুস্থতার সংখ্যা ৫০ হাজার ১৯৭।

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট