চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ মে, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে পুকুর ভরাট: এস.এল স্টিলকে লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

২৭ মে, ২০২১ | ১০:০৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডের সোনাইছড়িতে পুকুর ভরাটের অভিযোগে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম জানান, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় একটি জলাশয় ভরাট করেন স্থানীয় শিল্পগ্রুপ এস.এল স্টিল। এই খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে সেখানে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম। তিনি সেখানে গিয়ে পুকুর ভরাটের প্রমাণ পেয়ে এস.এল গ্রুপের স্বত্বাধিকারী মো. লোকমান হোসেনকে এক লক্ষ টাকা জরিমানা করেন।

তিনি আরও জানান, তাকে পুকুর ভরাট করতে নিষেধ করা হয়েছে। এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং ঐ স্থানে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান করবে না বলে মুচলেকা নেয়া হয়েছে।

পূর্বকোণ/সৌমিত্র/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট