চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

চট্টগ্রামে আরও ৮০ জনের দেহে করোনার জীবাণু

নিজস্ব প্রতিবেদক

৮ ফেব্রুয়ারি, ২০২১ | ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। একইসময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮০ জনের দেহে। এদের মধ্যে ৭২ জন নগরের ও ৮ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ হাজার ৫২৪ জনে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১৫২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৮০ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন মোট ৩৬৯ জন। এর মধ্যে ২৬৮ জন নগরের ও ১০১ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন জানান, গতকাল রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পজিটিভ এসেছে। একইসময়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৬৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের ও সিভাসুতে ৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। তবে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯০ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।

এছাড়া ইমপেরিয়াল হাসপাতালে ১২২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও শেভরণে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের ও আরটিআরএলে ৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা পজিটিভ এসেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট