চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

রাউজানে এক মেয়রসহ কাউন্সিলর পদে ১৩ জনের মনোনয়নপত্র জমা

রাউজান সংবাদদাতা

২ ফেব্রুয়ারি, ২০২১ | ৭:৫৮ অপরাহ্ণ

রাউজানে পঞ্চম ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র পদে ১ জন, কাউন্সিলর পদে ১০জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩ জন।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে শেষদিনে এ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। প্রথম রিটানিং অফিসারের কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সঙ্গে নিয়ে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ। এরপর একে একে সংরক্ষিত এবং সাধারণ কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন- ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আলমগীর আলী, ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আলহাজ বশির উদ্দিন খান, ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী ইকবাল, ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শওকত হাসান, ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জানে আলম জনি, ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এড. সমীর দাশ গুপ্ত, বিকাশ দাশ গুপ্ত, ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আজাদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এড. দিলীপ চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ডে রাউজান পৌর আ.লীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন।

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দেন- ১, ২, ৩ ওয়ার্ডে নাছিমা আক্তার, ৪, ৫, ৬ জেবুন্নেসা, ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস ডলি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানায়, মেয়র পদে একজন ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়পত্র জমা দেননি। তবে ৬ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।

রিটানিং অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই বাচাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থীতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি, এই পৌরসভায় ইভিএম’র মাধ্যমে আগামি ২৮ ফেব্রুয়ারি ২০ টি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হবে। পৌরসভার ৯ টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা-৫০ হাজার ৫ শত ৮৪ জন। সর্বশেষ রাউজান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ৩০ শে ডিসেম্বর।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট