চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৩ যুবক গ্রেপ্তার

আসামি ধরতে গিয়ে জনতার পিটুনি খেল ৩ পুলিশ, ছিনিয়ে নিল আসামিও

আনোয়ারা সংবাদদাতা

২৯ জানুয়ারি, ২০২১ | ১২:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় তিন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। তবে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু মুসা (৪৫), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ নয়ন মিয়া (৩৫) ও কনস্টেবল জ্ঞানতোষ চাকমা (৩০)। তাদের আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে আইয়ূব আলী (২৩), এহসান উল হক (২২) ও লিটন (২২) নামে ৩ যুবককে গ্রেপ্তার করে।

জানা গেছে, বরুমচড়া ইউনিয়নের চুয়ানীর বাপের বাড়ির সাজাপ্রাপ্ত আসামি আবুল বশরকে (৫০) রাত সাড়ে ৯টার দিকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের পর তার স্বজনরা ডাকাত বলে চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশের উপর হামলা চালায়। পরে তারা পুলিশের হাত থেকে আসামিও ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশের এসআই আবু মুসা বাদি হয়ে ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এদিকে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তার তিনজনকে আজ আদালতে পাঠানো হয়েছে। পুলিশের কর্তব্যে বাধা দেয়ায় থানায় মামলা হয়েছে। এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/আনোয়ারা-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট