চট্টগ্রাম শুক্রবার, ০৩ মে, ২০২৪

মাছের আড়তে অভিযান, আনোয়ারায় জব্দ করা ৫ মণ ইলিশ এতিমখানায়

নিজস্ব প্রতিবেদক

৫ জানুয়ারি, ২০২১ | ২:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় মাছের আড়তে অভিযান চালিয়ে পাঁচ মণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে রায়পুর ইউনিয়নের ফকিরহাটে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরহাট মাছের আড়তে অভিযান চালিয়ে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়েছে। পরে এসব জাটকা স্থানীয় আটটি এতিমখানায় বিতরণ করা হয়।

এর আগে গত রবিবার বঙ্গোপসাগর থেকে আসা তিনটি মাছ ধরার বোটে অভিযান চালিয়ে দুই হাজার কেজি জাটকা জব্দ করে উপজেলা প্রশাসন।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা রাশিদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন ও চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন হিরু ও কোস্টগার্ডের সদস্যরা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে জাটকা সংরক্ষণ অভিযান শুরু হয় এবং এই অভিযান আগামী ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট