চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঐতিহাসিক দিবস পালনে আয়োজিত সভায় বক্তারা

৭ মার্চের পথ বেয়ে মুক্তিযুদ্ধের সূচনা

মফস্বল ডেস্ক

৯ মার্চ, ২০২০ | ৩:৪৬ পূর্বাহ্ণ

৭ মার্চ ঐতিহাসিক দিবস পালনে উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত সভায় বক্তারা বলেন, ৭ মার্চের পথ বেয়ে মুক্তিযুদ্ধের সূচনা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ।
পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দলীয় কার্যালয়ে। উপজেলা আ.লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আ.লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, জেলা আ.লীগ নেতা দেবব্রত দাশ দেবু, দক্ষিণ জেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, জেলা আ.লীগ নেতা নাসির আহমদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, হাবিবুল হক চৌধুরী, মাজেদা বেগম শিরু, বিজন চক্রবর্ত্তী, নুরুল হাকিম, আবদুল খালেক, মুহাম্মদ ছৈয়দ, মো. সেলিম, এমএ হাশেম, আলমগীর খালেদ, এমএ এজাজ চৌধুরী, আবু ছালেহ চৌধুরী, ঋষি বিশ্বাস, বেলাল উদ্দিন, আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, এমএন নাছির, মোরশেদ, আবদুল্লাহ আল হারুন, জীবন আরা বেগম, সাজেদা বেগম, হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশির, নুরুল আলম ছিদ্দিকী, রফিক, রবিউল হোসেন রুবেল ও নাজমুল সাকের ছিদ্দিকী।
বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, সংগঠনের উদ্যোগে গোমদ-ী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীরের পরিচালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান আহমদ হোসেন, বোরহান উদ্দিন এমরান, রেজাউল করিম বাবুল, আবদুর রউফ, এডভোকেট নুর হোসেন, কমান্ডার মো. হারুন মিয়া, নুরুল আবছার, আবদুল মান্নান মোনাফ, কাজল দে, শামসুল আলম, জহুরুল ইসলাম জহুর, শেখ শহিদুল আলম, আবদুল মান্নান রানা, মিজানুর রহমান সেলিম প্রমুখ।
কক্সবাজার: নিজস্ব সংবাদদাতা জানান, জেলা আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান অতিথি তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল এমপি। পরে কক্সবাজার অরুণোদয় স্কুলে জেলা প্রশাসন আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। স্কুল প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আ.লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, জেলা বারের পিপি এড. ফরিদুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা।
এছাড়াও বিকালে সাইমুম সরওয়ার কমল এমপি কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ দৌলত ময়দানের বিশাল গণ-সমাবেশেও বক্তব্য রাখেন। সন্ধ্যায় রামু চৌমুহনী চত্বরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত আলোচনা সভায় সাইমুম সরওয়ার কমল এমপি প্রধান অতিথি ছিলেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী চেয়ারম্যান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, আওয়ামী লীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, কচ্ছপিয়ার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোং, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আনচারুল হক ভুট্টো, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মনু, রামু স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, রামু তাঁতী লীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, ওলামা লীগ সভাপতি মৌলানা নুরুল আজিম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আনচারী, ফতেখাঁরকুল স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আজিজুল হক আজিজ, তাঁতী লীগ সাংগঠনিক সম্পাদক কাসেম সরওয়ার, উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রলীগ নেতা জাহেদুল কামাল, এনামুল হাসান রিয়াদ প্রমুখ।
বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ: নিজস্ব সংবাদদাতা জানান, যুবলীগ, মহিলা লীগের সঙ্গে যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক শেখ ফরিদুল আলম, অধ্যাপক বিকাশ রঞ্জন ধর, মহিউদ্দীন চৌধুরী খোকা, সরোয়ার কামাল, শ্যামল কান্তি দাশ, শামসুল আলম, আ.ন.ম শাহাদত আলম, তাজুল ইসলাম, বদরুদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ, ভুপাল বড়–য়া, তপন দাশ গুপ্ত, তোফাইল বিন- হোসাইন, হামিদ উল্লাহ, আক্তার হোসেন, নাইমুল উদ্দীন মাহফুজ, মিজান সিকদার, ইমরুল হক চৌধুরী, আতিকুর রহমান, শহীদুল আলম প্রমুখ।
নাইক্ষ্যংছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় চত্বরে আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী, ইমরান মেম্বার, হোছাইন, মৃদুল বড়ুয়া, সেলিম উদ্দীন, আব্দু সাত্তার, জাহিদ হোসেন, রেজাউল করিম, রিদুয়ান, আব্দু রহমান বাপ্পী, ফয়সাল আজাদ, ইরফান মাহাবুব রায়হান ও ইফতেকার উল আবরার।
দক্ষিণ গোবিন্দারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়: পটিয়াস্থ বিদ্যালয়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলুয়ারা বেগমের সভাপতিত্বে ও শিক্ষিকা শিরীন আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এস.এম সি সদস্য জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের শিক্ষক পারভীন আক্তার, টুম্পা দত্ত, উম্মে তাসলিমা ও শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট