চট্টগ্রাম বুধবার, ০১ মে, ২০২৪

বিশ্ব বেতার দিবস পালন রাঙামাটিতে

পূর্বকোণ প্রতিনিধি, রাঙামাটি অফিস

১৬ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের উদ্যোগে বিশ্ব বেতার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো. রুহুল আমীন, বিএম ইনষ্টিটিউট’র প্রভাষক আনন্দ জ্যোতি চাকমা, রাঙামাটি বেতার কেন্দ্রের উপ-বার্তা নিয়ন্ত্রক (দা.) এএম নুরুল আমিন, কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (দা.) এসএম মোস্তফা সরোয়ার, কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী ভাষ্কর দেওয়ান। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রের উপ- আঞ্চলিক পরিচালক মো. সেলিম, সহকারী পরিচালক হাসনাইন ইমতিয়াজ, সহকারী বেতার প্রকৌশলী আতিকুর রহমান, গীতিকার মনোজ বাহাদুর গুর্খা, কবি মনির আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য ‘বেতার ও বৈচিত্র্য’ নিয়ে সমবেত কণ্ঠে একটি গান পরিবেশিত হয়। গানটির গীতিকার এবং সুরকার দুলাল চৌধুরী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট