চট্টগ্রাম শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

লোহাগাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ভ্রাম্যামান আদালতের

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:০৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যামান আদালত। গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার পদুয়া তেওয়ারীহাটস্থ ১টি তেল ডেলিভারি ষ্টেশন ও ১টি দোকানঘর উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ জানান, পদুয়া ইউনিয়নে মহাসড়কের পাশে শাহ পেঠান ফিলিং ষ্টেশনের মালিক সরকারি জায়গা দখল করে তেল ডেলিভারি ষ্টেশন ও দোকানঘর নির্মাণ করেন। তা উদ্ধারের জন্য সরকার বাদি হয়ে একটি উচ্ছেদ মামলা (নং-২/১৮) দায়ের করে। এরপর ফিলিং ষ্টেশনের মালিক এমএ হাকিম চৌধুরীকে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য একাধিকবার নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি নিজ উদ্যোগে সরিয়ে নেননি। তাই মামলার প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে সরকারি জায়গা থেকে ১টি তেল ডেলিভারি স্টেশন ও ১টি দোকানঘর উচ্ছেদ করা হয়। এ সময় সাথে ছিলেন পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির কুমার চাকমা ও নাজির সমির চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট