বিয়ে পাকাপোক্ত হয়েছে তিনমাস আগে। ঈদের পরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তরুণীর। হবু স্বামী ফরহাদ হোসাইনকে (২৫) নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যান সুমাইয়া আক্তার (২০)। কে জানতো হবু স্বামীর সাথে ছিল সুমাইয়ার শেষ দেখা। কক্সবাজারের পেকুয়ায় দাওয়াত খেতে গিয়ে বাড়ি ফেরার পথে ইটবোঝাই ডাম্পার গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে মারা যান সুমাইয়া। গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে লড়ছেন ফরহাদ হোসাইন। তারা দুজনে মোটরসাইকেল করে মগনামা থেকে বাড়ি ফিরছিলেন। শেখ হাসিনা বানৌজা মহাসড়কের পেকুয়া-মগনামা সীমান্ত সেতু কাটাফাঁড়ি ব্রিজ […]