কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ফের পুকুরে ডুবে রাইছা মণি নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার (৪ জুন) সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলি পাড়ায় পানিতে ডুবার এ ঘটনা ঘটে। একইদিন পৃথক পানিতে ডুবার ঘটনায় আরও দুই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার সকালে উত্তর ধূরুং আকবর বলির পাড়ায় মো. রিয়াদের কন্যা শিশু রাইছা মণি সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। দীর্ঘক্ষণ এদিক-ওদিক খোঁজাখুঁজির […]