শারদীয় দুর্গাপূজার চারদিনের ছুটিতে ভ্রমণপ্রেমীদের ঢলে প্রাণ ফিরে পেয়েছে পর্যটননগরী কক্সবাজার। বিশেষ করে গতকাল শুক্রবার পর্যটকদের ভিড় ছিল অন্যদিনের তুলনায় বেশি। গতকাল সকালে ঢাকা থেকে একটি বিশেষ ট্রেন ৬৩৪ জন যাত্রী নিয়ে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছায়। হোটেল-মোটেলগুলো প্রায় পূর্ণ হয়ে গেছে, সৈকতজুড়ে উচ্ছ্বাসে মেতে উঠছেন পর্যটকরা। এর ফলে সৈকত যে শুধু জীবন্ত হয়ে উঠেছে তাই নয়, এটি স্থানীয় অর্থনীতিতেও নতুন প্রাণের সঞ্চার করেছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে অন্তত ৫০০ কোটি টাকার বাণিজ্য হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সরেজমিনে দেখা যায়, গতকাল […]