স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার ১০ম শ্রেণির স্কুলছাত্রী অপহরণের ৭ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি। এতে উদ্বেগ দেখা দিয়েছে বলে অভিযোগ ওই ছাত্রীর পরিবারের। গত ২৩ আগস্ট (বুধবার) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় অপহরণের এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরদিন সকালে ওই ছাত্রীর মা ফরিদা বেগম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নুর আহমদের ছেলে হোসেন আলী, সরওয়ার, হেলাল, মনোয়ার, মো. রাসেলসহ অজ্ঞাত ৩/৪ […]