চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও আধুনিক করতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ইলেকট্রিক কার (ই-কার)। সোমবার ক্যাম্পাসে প্রথম দফায় ৬টি গাড়ি আনা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) থেকে তা পুরোদমে চালু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের সেবার কার্যকারিতা অনুযায়ী ভবিষ্যতে গাড়ির সংখ্যা ধাপে ধাপে ৪০টিরও বেশি হবে। ই-কার সেবা পরিচালনা করছে গ্রিণ ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ কোম্পানি, আর বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখাশোনা করবে আইনশৃঙ্খলার বিষয়। আপাতত গাড়িগুলোর পার্কিং স্থাপন করা হয়েছে মেরিন সাইন্স অনুষদের পাশে, পরবর্তী সময়ে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে স্টেশন […]