চট্টগ্রামের ফটিকছড়িতে দাঁতমারা বাজার সংলগ্ন সড়ক থেকে হাঁচি মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রামগড়-হেয়াকো সড়ক থেকে সকাল ৯টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাঁচি মিয়া দাঁতমারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তা গ্রামের মৃত নজির আহম্মদের ছেলে। ভুজপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পূর্বকোণ/পিআর/এএইচ