চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে মো. নিজাম উদ্দিন (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে কোতোয়ালি থানাধীন আসাদগন্জের নজুমিয়া মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এসআই মো. সোহেল। গ্রেপ্তার নেজাম উদ্দিন সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল খালেকের ছেলে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এসআই মো. সোহেল বলেন, থানার এক মামলার সাজাপ্রাপ্ত আসামি নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পূর্বকোণ/এএইচ