ইরানের সাম্প্রতিক হামলার জবাব কীভাবে ও কবে দেওয়া হবে— সে প্রসঙ্গে সিদ্ধান্ত কেবল ইসরায়েল নেবে। বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের সঙ্গে এক বৈঠকে এ ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আত্মরক্ষার অধিকার সবারই রয়েছে এবং আমি স্পষ্ট করে বলতে চাই যে (ইরান ইস্যুতে) পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে— সেই সিদ্ধান্ত শুধু ইসরায়েল নেবে।’ প্রসঙ্গত, ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে চরম দ্বন্দ্ব রয়েছে ইরানের। সেই দ্বন্দ্ব আরও […]