ইউএই’র রেসিডেন্স ভিসাধারীরা শিগগিরই জিসিসিভুক্ত দেশগুলোতে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। আমিরাতের অর্থমন্ত্রী আব্দুল্লাহ বিন তৌক আল মাররি আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় মিডিয়াকে এ কথা বলেছেন। এরই লক্ষ্যে ইতিঃপূর্বে দেশগুলোর মধ্যে শেনজেনের আদলে একটি অভিন্ন প্লাটফর্ম গড়ার ব্যাপারে আলোচনা হয়েছিল। জল, স্থল ও আকাশ পথে এক ভিসায় ইউরোপ ভ্রমণ করার লক্ষ্যে ১৯৮৫ সালে শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সৌদি আরব, বাহারাইন,ওমান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত এই ছয় জাতির ব্লকে কোন ভিসা ছাড়াই অভিবাসীরা অন্য দেশের সীমান্ত […]