চট্টগ্রাম নগরীর ফয়’স লেকস্থ চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও তার সহধর্মিনী চট্টগ্রাম লেডিস ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি তানজিয়া রহমান। গতকাল রবিবার সকালে চিড়িয়াখানা পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, চিড়িয়াখানার পার্শ্ববর্তী যে ১০ একর জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, সেগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১শ ৫০ কোটি টাকা। আমরা একটি মাস্টারপ্ল্যানের কাজে হাত দিয়েছি। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে এ কাজটি বাস্তবায়ন হবে। স্বল্পমেয়াদে এখানে একটি বার্ডস পার্ক করতে চাই। পাশাপাশি আরও এমিউজমেন্টের জন্য সিঙ্গাপুর […]