জেলা প্রশাসন ও পুলিশের অভিযানের মুখে কয়েক দিন পালিয়ে থাকলেও নগরীর দুই নম্বর গেট এলাকায় ফের সক্রিয় হয়েছে ড্যান্ডিসেবীরা। তাদের উৎপাত এবার দুই নম্বর গেট ছাড়িয়ে ষোলশহর ও মুরাদপুর এলাকায়ও শুরু হয়েছে। নগরীর ব্যস্ততম এলাকা- দুই নম্বর গেট, ষোলশহর, মুরাদপুর এলাকার প্রধান সড়কে দিনে-দুপুরেই ড্যান্ডি সেবন করে ছিন্নমূল শিশু-কিশোররা স্থানীয়দের অতিষ্ঠ করে তোলেছে। ড্যান্ডিতে বুঁদ হয়ে তারা জড়িয়ে পড়ছে চুরি-ছিনতাই, মারামারিতে। গতকাল দুই নম্বর গেট ও ষোলশহর এলাকায় ২০-২৫ জন কিশোরকে প্রকাশ্যে ড্যান্ডি সেবন করতে দেখা গেছে। মুখে […]