শীতের আগাম সবজিতে ভরপুর বাজার। বেড়েছে সরবরাহও। গেল সপ্তাহের চেয়ে কিছুটা কমলেও এখনও তুলনামূলক চড়া দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। বাঁধাকপি, ফুলকপি, বেগুন, মুলা, শিমসহ নানা সবজিতে বাজার ভরে উঠলেও এখনও ৬ সবজির দাম ১০০ টাকার বেশি। সপ্তাহের ব্যবধানে সাতটি সবজির দাম কিছুটা কমলেও আলু-কাঁকরোলসহ বেড়েছে তিন সবজির। গতকাল বৃহস্পতিবার নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউড়িসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। ব্যবসায়ীরা জানান, দু’মাস আগে বন্যা পরিস্থিতিতে লাফিয়ে বেড়ে যায় সবজির দাম। সেসময় […]