চট্টগ্রামে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী জ্বালানি তেলবাহী একটি অয়েল ট্যাংকারের চালক মো. মোস্তাফা কামালের (৪৩) লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে হালিশহর উপকূল থেকে মোহাম্মদ মোস্তফা কামাল নামে ওই নাবিকের লাশ উদ্ধার করা হয়। মোহাম্মদ মোস্তফা কামাল বাগেরহাটের ফকিরহাট এলাকার টাউন নোয়াপাড়া এলাকার বাসিন্দা। তবে তার পিতার বাড়ি স›দ্বীপে। তিনি গত প্রায় চার বছর ধরে এমটি মার্কেন্টাইল-২১ নামের তেল পরিবহনকারী জাহাজের ইনচার্জ ড্রাইভার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরিবারের অভিযোগ, জাহাজের লোকজন তাকে মেরে সাগরে ফেলে দিয়েছে। পারিবারিক […]