চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

করোনায় চট্টগ্রামে প্রথম মৃত্যু

করোনায় চট্টগ্রামে প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৫ | ৬:০১ অপরাহ্ণ

চলতি বছরে চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

 

করোনায় মৃত্যু হওয়া ব্যক্তি নাম শফিউল আলম (৭৫)। তিনি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকার বাসিন্দা।

 

সোমবার (১৬ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

করোনা প্রতিবেদনের তথ্যানুযায়ী, শফিউল পোস্ট অপারেটিভ জটিলতা ও কিডনি ফেলিউর সমস্যা নিয়ে মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একাধিকবার ডায়ালাইসিস করানো হয় তার। করোনা শনাক্ত হওয়ার পরও স্বেচ্ছায় হাসপাতাল ত্যাগ করেন তিনি। পরে নিজ বাড়িতে তিনি মারা যান।

 

এদিকে, নতুন করে ১২০টি নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার এবং ৩ জন বিভিন্ন উপজেলা বাসিন্দা। এদিনও নগরীর চার সরকারি ল্যাবে একটিও করোনা পরীক্ষা হয়নি। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছে ২৮ জন। এর মধ্যে ২২ জনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট