চট্টগ্রাম রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

আসছে দুটি বিসিএসের প্রজ্ঞাপন

৪ জানুয়ারি শুরু হবে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০১৯ | ৬:৫৩ অপরাহ্ণ

৪০ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে আগামী ৪ জানুয়ারি থেকে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ এক সভায় আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নেয়া হয়। পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় জানানো হয়, বিসিএসের আবশ্যিক লিখিত পরীক্ষাগুলো ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরে অন্যান্য বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে।

প্রসঙ্গত, ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলতি বছরের ৩ মে অনুষ্ঠিত হয়। ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী এই পরীক্ষায় আবেদন করেছিলেন। এদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। এদের মধ্যে ২০ হাজার ২৭৭ জন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন।

 

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট