চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শ্রমিক লীগের নতুন কমিটি নিয়ে উত্তেজনা ও বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, রাউজান

৭ ডিসেম্বর, ২০১৯ | ৫:০৪ পূর্বাহ্ণ

উপজেলা জাতীয় শ্রমিক লীগের সদ্য গঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।

আগের কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মানিকের নেতৃত্বে মন্নান মার্কেট চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মো. হাসান, আবুল খায়ের বাদশা প্রমুখ। বক্তারা বলেন, গত ২৮ নভেম্বর চট্টগ্রামের একটি হোটেলে বসে সাংগঠনিক নীতির তোয়াক্কা না করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে তিনি গত এক বছর ধরে প্রবাসে ছিলেন এবং যার সাথে সাধারণ শ্রমিকদের কোন সম্পর্ক নেই। তার আজ্ঞাবহদের নিয়ে তথাকথিত এ কমিটি গঠন করে পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করা হয়েছে। তারা বলেন, ‘কাউন্সিল ছাড়া এ ধরনের কোন পকেট কমিটি যদি গঠিত হয়ে থাকে, তা সাধারণ শ্রমিকরা মেনে নেবে না এবং অগঠনতান্ত্রিকভাবে গঠিত এ কমিটিকে সন্দ্বীপে কোন সাংগঠনিক কাজ করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন তারা। দ্রুত কাউন্সিল অধিবেশন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান বক্তারা। সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান মিতা বলেন, ‘কথিত কমিটির বিষয়ে আমি কিছুই জানি না। জেলা আওয়ামী লীগের সম্মেলনের পরে বিষয়টি নিয়ে আমরা বসব। এ ব্যাপারে জেলা শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের জন্য বার বার চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তবে নতুন কমিটির সভাপতি শেখ মো. শামীমের সাথে আলাপ করলে তিনি জানান, জেলা কমিটির মাধ্যমে নতুন যে কমিটি ঘোষণা করা হয়েছে, এটিই বৈধ কমিটি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট